ক‌রোনাভাইরাস সৃষ্ট বিশ্বব্যাপী ছ‌ড়ি‌য়ে পড়া মহামারি মোকা‌বিলায় ব্যাপক কার্যক্রম হা‌তে নি‌য়ে‌ছে বাংলাদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটন। এর ধারাবা‌হিকতায় প্র‌তিষ্ঠান‌টি স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনী, সাংবা‌দিক‌দের মা‌ঝে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পারসোনাল প্রোটেকটিভ ইক্যুইপমেন্ট) সরবরাহ করা শুরু ক‌রে‌ছে।  প্রাথমিকভাবে ৫ হাজার প্রোটেকটিভ স্যুট, মেডিক্যাল মাস্ক, হ্যান্ড গ্লাভস ও স্যু কভার বিতরণ শুরু করেছে ওয়ালটন।



সোমবার (৩০ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শেখ সেলিমের বনানীস্থ বাসভবনে তার হাতে পিপিই তুলে দেয় ওয়ালটন কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর এ এফ এম রুহুল হক, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, স্বাস্থ্য অধিদপ্তরের মনিটরিং ও ইভাল্যুয়েশন এক্সপার্ট ড. আহমাদুল হাসান খান (সুমন) প্রমুখ।


একই দিনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদর দপ্তরে র‌্যাব মেডিকেল টিমকে পিপিই প্রদান করে ওয়ালটন। এর আগে গত ২৯ মার্চ প্রধানমন্ত্রীর ত্রাণ তহ‌বি‌লে ক‌রোনা প‌রি‌স্থি‌তি মোকা‌বিলায় ৩ কো‌টি টাকা অনুদান দেয় ওয়ালটন কর্তৃপক্ষ। এ সময় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার জা‌নি‌য়ে‌ছি‌লেন,  বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠনের মাধ্যমে স্বাস্থ্যকর্মী, সংবাদকর্মী ও আইন-শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ৬৫ হাজার পিপিই দে‌বে ওয়ালটন। এর ২৪ ঘণ্টার ম‌ধ্যেই প্র‌তিষ্ঠান‌টি পি‌পিই সরবরাহ কার্যক্রম শুরু করল। এখা‌নেই থে‌মে নেই ওয়ালট‌নের মহতী উদ্যোগ। দরিদ্রদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ থে‌কে শুরু ক‌রে একস‌ঙ্গে প্রায় ২০ হাজার পয়েন্টের মাধ্যমে দেশের সর্বত্র সচেতনতা এবং সেনিটাইজেশন কার্যক্রম চালাচ্ছে প্রতিষ্ঠানটি।

এছাড়া, নিজস্ব কারখানায় অক্সিজেন সরবরাহ যন্ত্র (ভেন্টিলেটর) সহ বিভিন্ন সুরক্ষা সরঞ্জাম তৈরি করতে যাচ্ছে ওয়ালটন। এজন্য চলছে প্রয়োজনীয় গবেষণার কাজ। খুব শিগগিরই এটি সরবরাহ করা যাবে বলেও আশাবাদ ব্যক্ত করা হ‌য়ে‌ছে।

এর আগে, করোনাভাইরাসের কারণে মানুষের জন্য সামাজিক সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনে ১০ লাখ টাকা দিয়েছে ওয়ালটন। নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদা মেটাতে যারা হিমশিম খাচ্ছেন, এরকম ৪০ হাজার মানুষের খাবার সরবরাহে কাজ করছে বিদ্যানন্দ।

এদিকে, বিশ্বস্বাস্থ্য সংস্থার স্ট্যান্ডার্ড অনুযায়ী হ্যান্ড সেনিটাইজার তৈরি করছে ওয়ালটন। সেগুলো বিনামূল্যে দেশব্যাপী বিতরণ করা হচ্ছে। পাশাপাশি সংবাদকর্মীদের সুরক্ষায় মাস্ক, গ্লাভস, হ্যান্ড সেনিটাইজার ইত্যাদি সরবরাহ করছে ওয়ালটন।