করোনাভাইরাসের জীবাণু ধ্বংস করে নগরবাসীকে সুরক্ষা দিতে চট্টগ্রাম মহানগরীতে জীবাণুনাশক পানি ছিটিয়েছে দেশের জনপ্রিয় ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন।
সোমবার (৩০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ওয়ালটনের এক্সক্লুসিভ ডিলার ইলেক্ট্রনিক ভিলেজ-এর উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর পুরাতন চান্দগাঁও থানা এলাকা এবং এর আশেপাশের সড়কগুলোতে বড় ভাউচার গাড়ির মাধ্যমে জীবাণুনাশক পানি ছিটানো হয়।
ওয়ালটনের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর ইঞ্জিনিয়ার জয়নুল আবেদীন জানান, দেশের এই সঙ্কটময় মুহূর্তে সাধারণ মানুষের পাশে রয়েছে ওয়ালটন। এই সময়ে কর্মহীন দরিদ্র মানুষকে খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি ওয়ালটনের উদ্যোগে নগরীতে জীবাণুনাশক পানি ছিটানোর উদ্যোগ নেওয়া হয় হয়েছে।
এর অংশ হিসেবে সোমবার নগরীর চান্দগাঁও থানাধীন, পুরাতন চান্দগাঁও থানা এলাকা, মৌলভী পুকুর পাড় এলাকা এবং আশে-পাশের সড়ক মহাসড়ক এবং ড্রেনে জীবাণুনাশক পানি ছিটানো হয়েছে।
জনস্বার্থে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জয়নুল আবেদীন।